বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসার সভা

| মঙ্গলবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:১৮ পূর্বাহ্ণ

বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসার বার্ষিক সভা ও ফাতেহা শরীফ উপলক্ষে গত ১৭ ফেব্রুয়ারি মাদরাসা মিলনায়তনে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

ইঞ্জিয়িার মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজনীতিবিদ ইউনুস গণি চৌধুরী।

উপস্থিত ছিলেন জাহেদ হোসেন চেয়ারম্যান, হোছাইন মুনিরী, ফোরকান বাবু, মোহাম্মদ আইয়ুব, আবু সৈয়দ, মোহাম্মদ নূরুল হক, মোহাম্মদ মনসুর, মোহাম্মদ আলী, ইলিয়াস মেম্বার, রফিক কোম্পানি, মোহাম্মদ ইলিয়াছ, মাওলানা আবদুল গফুর তালুকদার, মাওলানা আবু তাহের ফারুকী, নাছির উদ্দিন, শেখ মোহাম্মদ কামাল, ইউসুফ আলী, লোকমান হাকিম মেম্বার, আমির আব্বাস রুমান মেম্বার, আহমদ কবির সাওদগর, শামসুল আলম, মোহাম্মদ আলী, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ রাশেদ, আবু তাহের, আবু মোহাম্মদ সৈয়দ নূর, মোহাম্মদ মুসা, নাজিম উদ্দিন, রেজাউল করিম প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৭ ও ৮ মার্চ বার্ষিক সভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং প্রস্তুতি কমিটিসহ বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযাকাত ভিত্তিক ইনস্টিটিউট গড়ে তোলার মাধ্যমে দারিদ্র্য নির্মূল করা সম্ভব
পরবর্তী নিবন্ধসব জিআই পণ্যের তালিকা করার নির্দেশ হাই কোর্টের