হাটহাজারী উপজেলার বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসার ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থীদের কামেয়াবী কামনায় গতকাল মাদরাসা মিলনায়তনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্র প্রতিনিধি মোহাম্মদ তানভীর কুতুবীর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সহ সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল কালাম ও এতিমখানা কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াসিন চেয়ারম্যান।
উপস্থিত ছিলেন শেখ ফয়জুল্লাহ আহমদ, মাওলানা শওকতুল ইসলাম, মাওলানা আরিফুল মোস্তফা, মাওলানা মোরশেদুল কাদেরী, মাওলানা মোহাম্মদ মাসউদ, পেয়ার মোহাম্মদ, আবু মোহাম্মদ সৈয়দ নূর, রুহুল কাদের চৌধুরী প্রমুখ।বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ মোহাম্মদ নূরুল আমিন , মাওলানা আ না ম মনজুর হায়দার সিদ্দিকী, পরীক্ষার্থীদের পক্ষে মোহাম্মদ জয়নাল আবেদীন তাছির ও মোহাম্মদ নূরুল হুদা জিহাদ। প্রেস বিজ্ঞপ্তি।