পাখিদের কলরব
সূর্যের হাসি,
গাছে গাছে ফুল ফোটে
নাচে জলরাশি।
মুক্তির এই ছবি
মুছে হায়েনারা,
অন্যায় অবিচারে
করে দেশছাড়া ।
শোষণের বেড়াজাল
ছিঁড়ে মুজিবুর,
বাজিয়েছে মুক্তির
সুমধুর সুর।
সেই সুরে স্বাধীনতা
এলো এইদেশে,
মনে প্রাণে তাই তিনি
আছে বীরবেশে।