মহেশখালী প্রতিনিধি জানান, কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়া মধুপুর দরবার শরীফের সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মসউদুল করিমের জ্যেষ্ঠ সাহেবজাদা, কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমদ উল্লাহ গতকাল দুপুর দেড়টায় মধুপুর দরবারস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি ৩ কন্যা সন্তানসহ বহু আত্মীয়স্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন। আজ রবিবার বিকেল দুইটায় কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে।