ফটিকছড়ি কাঞ্চননগরের বরকত আলী বাড়ির মরহুম আলহাজ্ব মফজল আহম্মদ সিকদারের বড় ছেলে সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা শাহ আলম সিকদার গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় বহদ্দারস্থ নিউ চান্দগাঁও আবাসিক এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। তিনি দীর্ঘদিন যাবৎ নানা রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে আত্মীয়-স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে যান।
গতকাল সকাল ১১টায় বহদ্দারহাট কাঁচাবাজারের নিকটস্থ নিউ সিডিএ আবাসিক এলাকা জামে মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে গ্রামের বাড়িস্থ কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন সাবেক এমপি মজহারুল হক শাহ চৌধুরী, কাঞ্চননগরের ইউপি চেয়ারম্যান রশিদ উদ্দিন কাতেব চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মনজুর মোরশেদ ফিরোজ, কাঞ্চননগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিদারুল আলম, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম প্রমুখ। তারা মরহুমের রূহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।