বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা মরহুম মোজাহেরুল হক চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী আজ। মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মোজাহার–মারজান স্মৃতি কল্যাণ সংস্থার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারমধ্যে পহেলা আজ শুক্রবার বাদে ফজর বাঁশখালী উপজেলাস্থ চাম্বল মিয়া বাড়ির মীরজান আলী জামে মসজিদে খতমে কোরআন, বাদে জুমা দোয়া ও মিলাদ মাহফিল এবং এতিমদের মাঝে খাবার বিতরণ করা হবে। এরপর কাল শনিবার বিকাল ৩টার সময় চট্টগ্রাম প্রেস ক্লাব ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে মরহুমের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন এবং বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক চট্টগ্রাম ফরিদা খানম। স্মরণসভায় সবাইকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন মরহুমের পুত্র জিয়া পরিষদ চট্টগ্রাম মহানগরীর সহসভাপতি এবং বাঁশখালী উপজেলার চাম্বল উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মারুফুল হক চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।