বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেঁচে থাকবেন কর্মের মাঝে

রাউজানে স্মরণসভায় বক্তারা

| বুধবার , ১৩ জানুয়ারি, ২০২১ at ৮:৩৪ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হকের স্মরণসভায় বক্তারা বলেছেন, মুক্তিযুদ্ধ এবং যুদ্ধ পরবর্তী সময়ে যুদ্ধবিধ্বস্ত স্বদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর নেতৃত্বে নিরলসভাবে কাজ করে তিনি প্রান্তিক জনপদের জননায়কে পরিণত করেছেন নিজেকে। বিপ্লবতীর্থ রাউজানের সূর্য সন্তান হিসেবে যুগ যুগ ধরে তিনি বেঁচে থাকবেন।
বছরব্যাপী নানা কর্মসূচির প্রথম ধাপে সেন্ট্রাল বয়েজ অব রাউজানের উদ্যোগে এবং আমরা করবো জয়ের সার্বিক সহযোগিতায় গত ৮ জানুয়ারি মরহুমের নিজ গ্রামে (হযরত আলহাজ ওচমান আলী মাস্টার (র.)-এর বাড়ি) এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্যানেল মেয়র ও থানা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।
সাবেক ব্যাংক কর্মকর্তা মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন, সংগঠনের সভাপতি সাইদুল ইসলাম। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উত্তর জেলা সভাপতি মঈনুদ্দিন কাদের লাভলু ও সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিবের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান লায়ন মো. সাহাব উদ্দিন আরিফ। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আলমগীর সবুজ, নির্মূল কমিটির ওসমান গণি সোহাগ, সনেট চক্রবর্তী। বক্তব্য দেন-জামাল উদ্দিন, আনোয়ার হোসেন, সাবের হোসেন, মো. আবু তৈয়ব, মো. সোলাইমান মেম্বার, মো. আসিফ, ইউপি সদস্য বোরহান উদ্দিন রুবেল, মিজবাহ উদ্দিন রাসেল, ওয়েল গ্রুপের জিএম শওকত নোমান বাবু প্রমুখ। পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ শওকত আল-আমিন ওসমানী টিটু। সভার আগে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, শেষে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকরোনাকালে প্রথম ভর্তি পরীক্ষা নিল ইডিইউ
পরবর্তী নিবন্ধএ বছর হবে না শুক্লাম্বর দীঘির মেলা পুণ্যস্নান ও পূজা কাল