সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট দক্ষিণ জাহানাবাদ নিবাসী মরহুম সফিউর রহমানের প্রথম পুত্র বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম ইউসুফ (৭৩) (ছোট ইউসুফ) গত মঙ্গলবার রাতে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে … রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে,১ মেয়ে, নাতি–নাতনী, আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
গতকাল বুধবার বেলা ১১ ঘটিকায় সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট মুরাদ চৌধুরী জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা ও গার্ড অব অনার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।