বীর মুক্তিযোদ্ধা তৌহিদুল আলম

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ২৫ মে, ২০২২ at ১১:০৪ পূর্বাহ্ণ

হাটহাজারীর ধলই ইউনিয়নের বদল বাড়ি নিবাসী বীর মুক্তিযোদ্ধা তৌহিদুল আলম (৭১) গতকাল মঙ্গলবার নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। মুক্তিযোদ্ধা তৌহিদুল আলম চিরকুমার ছিলেন।

গতকাল বাদ আছর স্থানীয় জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা শেষে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়।

গার্ড অব অনার প্রদানের সময় উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আবু রায়হান, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর ও বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব অন্ধকার সময়ের মুখোমুখি
পরবর্তী নিবন্ধদক্ষিণ জেলা যুবদল নেতা বখতিয়ার উদ্দিনের ইন্তেকাল