বীর মুক্তিযোদ্ধা ডা. জাকেরিয়া চৌধুরীর সহধর্মিণীর ইন্তেকাল

| মঙ্গলবার , ৪ জুন, ২০২৪ at ১১:০৩ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মরহুম ডা. এম জাকেরিয়া চৌধুরীর সহধর্মিণী আসিয়া খাতুন গত রোববার সন্ধ্যায় নগরীর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজেউন)। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি নয় ছেলে, দুই মেয়ে ও নাতিনাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজনগুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার বাদ আছর শতদল ক্লাব প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা শেষে আসকারদিঘি পাড়স্থ দোস্ত কলোনী পারিবারিক কবরস্থানে স্বামীর পাশে তাঁকে দাফন করা হয়। আসিয়া খাতুনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা মহিউদ্দিন, মো. মহিউদ্দিন বাচ্চু এমপি, সিডিএ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাংবাদিক আবু সুফিয়ান, জেলা স্বাচিপ সভাপতি ডা. সেলিম আক্তার চৌধুরী, ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম, মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা প্রমুখ। তাঁরা শোকাহত পরিবারের সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিভাসুর সাবেক ট্রেজারার প্রফেসর ড. সোমেন দেওয়ানের পরলোকগমন
পরবর্তী নিবন্ধরাউজানে অস্ত্রসহ গ্রেফতার ১