বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ২৬ ডিসেম্বর, ২০২০ at ১০:৪৬ পূর্বাহ্ণ

বাঁশখালীর জলদী ইউনিয়নের (বর্তমানে পৌরসভা) সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ গত বৃহস্পতিবার নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, ৪ মেয়ে, ২ ছেলেসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল শুক্রবার বেলা ১১টায় জলদী বড় মাদ্রাসা প্রাঙ্গণে তাকে গার্ড অফ অনার দেন ইউএনও মোমেনা আক্তার ও থানা পুলিশের একটি টিম। পরে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী, উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালীব সাদলী, বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়াসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ শোক জানিয়েছেন। উল্লেখ্য, আবদুল লতিফ ১৯৯১ সালে জলদী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধছলেমা খাতুন
পরবর্তী নিবন্ধহাজী হাসিনা কবির