আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক বলেছেন, বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান তাঁর কর্মের মাঝেই বেঁচে থাকবেন। বঙ্গবন্ধুর আদর্শের প্রতি আমৃত্যু অবিচল শফিকুর রহমান ছিলেন নির্লোভ, সদালাপি একজন সংগঠক। শফিকুর রহমানের মত গুণী ব্যক্তিরা মরেও অমর। তিনি গত ১৮ নভেম্বর উত্তর আগ্রাবাদস্থ মোল্লাপাড়ায় সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমানের শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের ইউনিট এ আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল ইসলামের সভাপতিত্বে মহসিন মোরশেদ টিপুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোহাম্মদ জাকারিয়া, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ সভাপতি মো. আকরাম হোসেন সবুজ,যুগ্ম সম্পাদক এম.এ.হান্নান কাজল, কাউন্সিলর নাজমুল হক ডিউক, আবদুর রাজ্জাক দুলাল, জয়নাল আবেদীন, ওসমান গণি, মরহুমের বড় ছেলে শাহেদুর রহমান সোহাগ। সভায় শোক প্রস্তাব পাঠ করেন মো. নুরুল আফছার। এতে উপস্থিত ছিলেন আবদুস সামাদ,সাহাবুদ্দিন সাবু, আবদুর রহমান মিয়া,আব্দুল বারেক, শাহ আলম, তৈয়বুল আলম, মো. সাইফুল ইসলাম,তাজউদ্দিন তাজু, মো. ইলিয়াছ,ইলিয়াছ মিয়া যীশু,দিদারুল আলম, মো. জহিরুল ইসলাম, মো. শাহ আলম, হাজী ইকবাল, রবিউল হোসেন সুমন, সাজ্জাদ আলী জুয়েল, মো. সোহেল, মো. রেজাউল করিম রিটন প্রমুখ।