চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা দেশের অতন্দ্র প্রহরী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জীবনবাজি রেখে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেয়ার কারণে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। দেশের স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের অবদান অবিস্মরণীয়। স্বাধীন বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধাদের অবদান চির অমর হয়ে থাকবে।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা কমান্ডারদের সাথে আয়োজিত মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রাম পলোগ্রাউন্ড ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জ অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায়, কাজী নুরুল আবছার, সংসদ সদস্য এম এ ওয়াদুদ, নুরুল আবছার, হারুন অর রশিদ, মোহাম্মদ রইজ উদ্দিন, মাহাবুবুল ইসলাম প্রিন্স, আল মামুন, অধ্যাপক ড. ওমর ফারুক রাসেল।
উপস্থিত ছিলেন এ কে এম সরওয়ার কামাল দুলু, আবুল কাশেম চৌধুরী, আব্দুল মোতালেব, মোজাম্মেল হক মিলন, ইকবাল হোসেন চৌধুরী, মোহাম্মদ গিয়াস উদ্দিন, সাধন চন্দ্র বিশ্বাস, এফএফ আকবর খান, আব্দুর রাজ্জাক, মেহেদী মাহামুদ রেজা, শের সম্রাট খান, সাহেদ মুরাদ সাকু, ইঞ্জিনিয়ার মশিউজ্জামান সিদ্দিকী পাভেল, কাজী মুহাম্মদ রাজিশ ইমারান, কামরুল হুদা পাভেল, সৈয়দ মাইনুল আলম সৌরভ, জয়নুদ্দিন আহমেদ জয়, ফয়সাল জামিন চৌধুরী সাকি, মোহাম্মদ রায়হান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।