বীর মুক্তিযোদ্ধাদের মুখে রণাঙ্গনের গল্প

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ জুলাই, ২০২৪ at ৮:২৩ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলার প্রাথমিক পর্যায়ের বিদ্যালয়সমূহের শিক্ষার্থীদের একাত্তরের রণাঙ্গনের গল্প শুনালেন বীর মুক্তিযোদ্ধারা। গতকাল সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে. এম. রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাবৃন্দ, অত্র উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কে. এম. রফিকুল ইসলাম বলেন, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শ্রেণিকক্ষে শুধুমাত্র পাঠ্যপুস্তক পড়ে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিখতে পারে না। এটি শিক্ষকদের ব্যর্থতা। শিশুদের গল্পের মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর জন্যই উপজেলা প্রশাসনের এ আয়োজন। শিক্ষার্থীদেরকে একাত্তরে পাকিস্তানিদের গণহত্যা ও নির্যাতনের বিভিন্ন গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা ডা. মো. শাহ আলম ভূইয়া, মাহফুজুর রহমান ও মনিরুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধ৯ বিশ্ববিদ্যালয়ে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা স্থগিত
পরবর্তী নিবন্ধমো. ফরিদুল আলম