বীর মুক্তিযোদ্ধাদের জীবনী থেকে নতুন প্রজন্মকে শিক্ষা নিতে হবে

নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সভায় মেয়র

| রবিবার , ৭ এপ্রিল, ২০২৪ at ১০:৪৬ পূর্বাহ্ণ

চসিক মেয়র মো.রেজাউল করিম চৌধুরী বলেছেন,মহান মুক্তিযুদ্ধে যাঁরা নিজেদের জীবনের বিনিময়ে এদেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন সেই বীর সন্তানদের জীবনী বুকে ধারণ করতে পারলেই দেশ ও মানুষের প্রতি মমত্ববোধ জাগ্রত হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে মুক্তিযুদ্ধের চেতনা লালন করতে হবে। মাহে রমজান মাস হচ্ছে আত্মশুদ্ধির মাস। আত্মশুদ্ধির মাধ্যমে মহান সৃষ্টিকর্তাকে খুশি করে মানুষের প্রতি ভালোবাসাকে জাগ্রত করা এবং আমাদের কোনো কর্মকাণ্ড বা ব্যবহারের জন্য যেন একজন মানুষও কষ্ট না পায় সে দিকে লক্ষ্য রাখতে হবে। নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে গত শুক্রবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিদ্যালয় মিলনায়তনে প্রাক্তন ছাত্র সমিতির কর্মকর্তা প্রফেসর মো.জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র সমিতির সদস্য সচিব মো. সাহাব উদ্দীন হাসান বাবুর সঞ্চালনায় এতে মূখ্য আলোচক ছিলেন ডা. মাসুদ আহমেদ, সুদূর লন্ডন থেকে স্কাইপে বক্তব্য রাখেন ব্যারিস্টার মনোয়ার হোসেন, প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান, অ্যাডভোকেট আবদুর রহমান জাহাঙ্গীর, ডা. শেখ মুজিবুর রহমান, তোফাজ্জল হোসেন, মোসলেম উদ্দিন, সরকার কামরুল মামুন, আলী ওসমান রাজু। ধন্যবাদ জ্ঞাপন করেন সাফওয়াত হোসেন চৌধুরী সামিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ চট্টগ্রামের উন্নয়নে বর্তমান সরকার সদা সচেষ্ট
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ৫৫ হাজার হেক্টর জমিতে বোরোর আবাদ