বীরেন্দ্রনাথ শাসমল : দেশপ্রেমে নিবেদিত প্রাণ

| রবিবার , ২৪ নভেম্বর, ২০২৪ at ৬:১৫ পূর্বাহ্ণ

বীরেন্দ্রনাথ শাসমল (১৮৮১১৯৩৪)। বিশিষ্ট আইনজ্ঞ ও বিপ্লবী রাজনৈতিক নেতা। দেশপ্রেমের উদ্দীপনা, সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকারের চেতনায় তিনি ছিলেন সমর্পিত। দেশবাসী তাঁকে ‘দেশপ্রাণ’ উপাধিতে ভূষিত করে। নির্ভিক স্বদেশপ্রেমী বীরেন্দ্রনাথ শাসমলের জন্ম ১৮৮১ সালের ১৪ ই অক্টোবর মেদিনীপুরের চণ্ডিভেটী গ্রামে।

১৯০০ সালে বীরেন্দ্র শাসমল কোন্তাই হাই স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি তাঁর শিক্ষক তারকগোপাল ঘোষ ও শশীভূষণ চক্রবর্তী কর্তৃক বিশেষভাবে প্রভাবিত ছিলেন। প্রথমে কলকাতা মেট্রোপলিটন কলেজে ভর্তি হলেও সুরেন্দ্রনাথ ব্যানার্জীর কাছে শিক্ষা গ্রহণের মানসে পরে রিপন কলেজে যোগ দেন। এরপর তিনি আইন শাস্ত্র অধ্যয়নের জন্য ইংল্যান্ডের মিডল টেম্পলে যান এবং এ সময়েই তিনি আমেরিকা ও জাপানে সংক্ষিপ্ত ভ্রমণ করেন। ১৯০৫ খ্রিষ্টাব্দে লন্ডন থেকে ব্যারিস্টারি ডিগ্রি নিয়ে দেশে ফিরে প্রথমে কলকাতা হাইকোর্ট এবং পরবর্তী সময়ে মেদিনীপুর জেলা কোর্টে কাজ করেন। নিজের মেধা, মনন, শক্তি ও সম্ভাবনাকে তিনি কাজে লাগিয়েছেন দেশ সেবায়। চট্টগ্রাম অস্ত্রাগার দখল মামলায় বিনা পারিশ্রমিকে তিনি আসামিপক্ষের হয়ে কাজ করেছেন। এছাড়া ডগলাস হত্যা মামলায়ও আসামিপক্ষের উকিল ছিলেন তিনি। বিত্তবৈভবের প্রতি কোনো মোহ ছিল না তাঁর। তাই দেশ সেবায় নিজেকে নিবেদন করতে ১৯২১ সালে কংগ্রেসের ডাকে অসহযোগ আন্দোলনে যোগ দেন, ছেড়ে দেন আইন ব্যবসা। আন্দোলনের অংশ হিসেবে ব্রিটিশ যুবরাজের ভারত সফরকে কেন্দ্র করে বয়কট আন্দোলন পরিচালনার জন্য অন্যান্য বিপ্লবীর সাথে বীরেন্দ্রনাথ শাসমলও গ্রেফতার হন। মুক্তি লাভের পর যোগ দেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্বরাজ্য দলে। বিভিন্ন সময়ে বীরেন্দ্রনাথ মেদিনীপুর জেলা বোর্ডের চেয়্যারম্যান, বঙ্গীয় ব্যবস্থাপক সভার সভ্য এবং প্রাদেশিক কংগ্রেসের সভাপতি ছিলেন। তবে ১৯২৭ সালে তাঁর বিরুদ্ধে কংগ্রেস অনাস্থা প্রস্তাব উত্থাপন করলে তিনি পার্টি ছেড়ে দেন। ১৯৩৩ সালে কংগ্রেস বিরোধী প্রার্থী হিসেবে কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর হয়েছিলেন তিনি। পরের বছর ভারতীয় আইন সভার সভ্য নির্বাচিত হন। এই নির্বাচনের পাঁচ দিন পর ১৯৩৪ সালের ২৪ শে নভেম্বর বীরেন্দ্রনাথ শাসমল মৃত্যুবরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধবাকৃবি ক্যাম্পাসের অভ্যন্তরে যানবাহনের ভাড়ার তালিকা চাই