বীরাঙ্গনা চরিত্রে অপর্ণা

| বৃহস্পতিবার , ২৫ মার্চ, ২০২১ at ৭:৪৫ পূর্বাহ্ণ

স্বাধীনতা দিবস উপলক্ষে নির্মিত মুক্তিযুদ্ধের নাটক ‘বীরাঙ্গনা’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অপর্ণা ঘোষ। নাটকটি ২৬ মার্চ বৈশাখী টিভিতে রাত সাড়ে ৮টায় প্রচার হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। খবর বিডিনিউজের।
নাটকের গল্প লিখেছেন বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। আনন জামানের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন শুদ্ধমান চৈতন।
ময়ূরজান নামে এক বীরাঙ্গনার জীবন যুদ্ধের গল্প এ নাটকে তুলে ধরা হয়েছে বলে জানান পরিচালক। মিড এন্টারপ্রাইজের প্রযোজনায় নাটকটিতে অপর্ণা ছাড়াও অভিনয় করেছেন রওনক হাসান, মনোজ প্রামানিক, রিয়া খান, মনির জামান, সানজিদা মিলা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমারা গেলেন মার্কিন অভিনেতা জর্জ সিগাল
পরবর্তী নিবন্ধস্বাধীনতা দিবসে ‘সমসাময়িক’