চট্টগ্রাম থেকে এক কিশোরীকে ঢাকায় পাচার করতে গিয়ে র্যাবের জালে আটকা পড়েছে পাচারকারী চক্রের তিন সদস্য। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার গাবতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন কুমিল্লা জেলার দেবীদ্বার থানার ধোলা গ্রামের মো. সামছু মিয়ার মেয়ে ফাতেমা বেগম (৩০), চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার সুখান দিঘী গ্রামের মৃত ওসমানের ছেলে মো. নাঈম (২২) ও রংপুর জেলার পীরগঞ্জের জয়েন্তীপুর গ্রামের ওয়াজেদ মন্ডলের ছেলে মো. আসাদুজ্জামান নুর (২৭)।
র্যাব সূত্র জানায়, ফটিকছড়ির ভূজপুর এলাকার মো. আলম নামের এক ব্যক্তি তার কিশোরী মেয়েকে হাটহাজারীর একটি বাসায় গৃহ পরিচারিকার কাজ করতে দিলে সে আর বাড়ি ফিরেনি। কোনো খোজ না পেয়ে তিনি হাটহাজারী থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন। গত মঙ্গলবার র্যাব-৭ কার্যালয়ে তার মেয়ে নিখোঁজ হওয়ার ঘটনায় লিখিত অভিযোগ করেন। হাটহাজারী থেকে নিখোঁজ হওয়ার ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে র্যাব-৭ গত বুধবার রাত ৮টায় ঢাকার ফকিরাপুল এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করে। পরে ঢাকার গাবতলী এলাকায় অভিযান চালিয়ে প্রথমে ২ জনকে আটক করে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের হাটহাজারী এলাকায় অভিযান চালিয়ে আরও এক নারীকে আটক করে র্যাব।
র্যাব-৭ হাটহাজারী সিপিসি ২’র ইনচার্জ জানান, মানবপাচারকারীরা কিশোরী মেয়েদের বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ উর্পাজনের জন্য পাচার করে আসছে। আমরা তাদের ৩ জনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।