নগরীতে বিয়ের দাওয়াত খেতে এসে মাস্ক না পরার অপরাধে আর্থিক জরিমানা গুণলেন নারীসহ ১৬ জন অতিথি। গতকাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেছেন।
জেলা প্রশাসনের তথ্যে, শুক্রবার দুপুরের পর ভ্রাম্যমাণ আদালত অভিযানে নেমে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চারজন অতিথি, রীমা কনভেনশন সেন্টারে তিনজন, ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারে দুইজন, রাজবাড়ী কমিউনিটি সেন্টারে দুইজন, অনন্ত বিলাস কমিউনিটি সেন্টারে তিনজন ও মেঘনা কমিউনিটি সেন্টারে দুইজন অতিথিকে জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান আজাদীকে বলেন, অভিযানে দেখা যায়, নানা অজুহাতে মাস্ক না পরেই সামাজিক অনুষ্ঠানগুলোতে অংশ নিচ্ছেন অতিথিরা। কারো মাস্ক পড়া থাকলেও তা ছিল মুখের নিচে। আবার কারো মুখে কোনো মাস্ক ছিল না। বিশেষ করে যুবক-যুবতী ও নারীদের মধ্যে মাস্ক না পড়ার প্রবণতা সেখানে বেশি দেখা গেছে। এজন্য ১৬টি মামলায় নারীসহ ১৬জনকে ৩ হাজার ১শ’ টাকা জরিমানা করা হয়েছে।
আলী হাসান জানান, সামাজিক অনুষ্ঠানগুলোতে অংশ নেয়াদের মধ্যে ত্রিশ শতাংশের মুখে মাস্ক ছিল না।
এসময় বিভিন্নজনকে জরিমানার পাশাপাশি কমিউনিটি সেন্টারগুলোর কর্মকর্তাদের স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সতর্ক করে দেয়া হয়েছে। এছাড়া ২শ’ মাস্ক বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।