বিয়ের এক বছরের মাথায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ২২ জুলাই, ২০২৫ at ৫:০৯ পূর্বাহ্ণ

বিয়ের টিক এক বছরের মাথায় চন্দনাইশের দুর্গম পাহাড়ি জনপথ ধোপাছড়ি ইউনিয়নের ডেকোরেশন শ্রমিক মো. আবদুর রহমান (২৮) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেছেন। বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়ে গত ১৭ দিন ধরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত রবিবার রাতে তিনি মারা যান। তিনি পূর্ব ধোপাছড়ি শঙ্খকুল এলাকার মতলব হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ জুলাই আব্দুর রহমান বান্দরবানের বালাঘাটা এলাকায় ডেকোরেশনের কাজ করছিল। এসময় তিনি জেনারেটরের লাইন টাঙাতে গিয়ে অসতর্কতাবশত বৈদ্যুতিক তার উপরের দিকে ছুড়ে মারলে ৩৩ হাজার ভোল্টেজের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার রাত ৩টার দিকে সে মারা যায়।

নিহতের বন্ধু মো. রিদুয়ান হোসেন জানান, আবদুর রহমান গত বছরের ২১ জুলাই বিয়ে করে। তার ৩ মাসের একটি পুত্র সন্তানও রয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় শঙ্খকুলস্থ স্থানীয় জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জে সংঘর্ষে নিহত ৩ জনের লাশ কবর থেকে উত্তোলন
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে ইউপিডিএফের সাথে বিজিবির গোলাগুলি, অস্ত্র উদ্ধার