বিহারে বিজেপি জোটের জয়

| বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২০ at ৬:০১ পূর্বাহ্ণ

ভারতের বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ও এর মিত্র দলগুলোর জোট জয় পেয়েছে। বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স বিহার বিধানসভার ২৪৩টি আসনের মধ্যে ১২৫টিতে জয় পেয়েছে বলে দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে। রাজ্যে সরকার গড়তে প্রয়োজনীয় ১২২ আসন নিশ্চিত হওয়ায় ফের বিহারের ক্ষমতায় আসছে এনডিএ জোট। খবর বিডিনিউজের।
বিহারের এই নির্বাচনকে কোভিড-১৯ মহামারী মোকাবেলায় মোদী প্রশাসনের নেওয়া পদক্ষেপের পরীক্ষা হিসেবে দেখছিল অনেকে, সেই পরীক্ষায় ভালো নম্বর পেয়ে পাস করল এনডিএ জোট। নির্বাচনে জোটের বৃহত্তম শরিক হিসেবে আত্মপ্রকাশ করেছে বিজেপি। জয়ের প্রতিক্রিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিহারে ফের গণতন্ত্রের জয় হল। বিহারের ভোটাররা বুঝিয়ে দিয়েছে উন্নয়নই তাদের একমাত্র অগ্রাধিকার। মহামারী শুরুর পর থেকে বিহারের ভোট ছিল ভারতের প্রথম গুরুত্বপূর্ণ নির্বাচন।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারের জঙ্গলে নতুন প্রজাতির বানর
পরবর্তী নিবন্ধইউরোপে মৃত্যু ৩ লাখ ছাড়াল