বিস্ফোরণ ঘটা সাগর নন্দিনীতে এখনও পৌনে ৪ লাখ লিটার তেল

‘জাহাজের মাস্টার ব্রিজ ২০ ফুট উড়ে গেছে, অবিশ্বাস্য’

| বুধবার , ৫ জুলাই, ২০২৩ at ৮:০৭ পূর্বাহ্ণ

ঝালকাঠির সুগন্ধা নদীতে বিস্ফোরণ ঘটা তেলবাহী ট্যাংকার সাগর নন্দিনী২ এ এখনও তিন লাখ ৮০ হাজার লিটার তেল রয়েছে জানিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব খায়েরুজ্জামান বলেন, পরিত্যক্ত তেল অপসারণ করার ব্যাপারে জেলা প্রশাসক তার তত্ত্ববধায়নে ব্যবস্থা নেবেন। এছাড়া ডিজেল খালাস করা সাগর নন্দিনী৪ জাহাজটি নিরাপদে ডিপোয় নেওয়ায় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিস্ফোরণস্থল পরিদর্শন করে সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার এই কথা জানান। ১১ লাখ লিটার জ্বালানি তেলবাহী ওই জাহাজে গত শনিবার প্রথম বিস্ফোরণের পর অপর জাহাজ সাগর নন্দিনী৪ এ ওই তেল সরিয়ে নেওয়া হচ্ছিল। তার মধ্যেই সোমবার বিকালে দ্বিতীয় দফায় বিস্ফোরণ ঘটে। তারপর থেকে তেল স্থানান্তরের কাজ বন্ধ রয়েছে। খবর বিডিনিউজের।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব বলেন, প্রথম দুর্ঘটনার পর জেলা প্রশাসন ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের উদ্যোগে দুইটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়। দ্বিতীয় দুর্ঘটনার পর একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে সংশ্লিষ্ট সব বিভাগের প্রতিনিধিরা থাকবেন।

সাগর নন্দিনী২ ১১ লাখ লিটার পেট্রোল ও ডিজেল নিয়ে ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর পাড়ে পদ্মা ডিপোতে খালাস করার জন্য আসে। শনিবার দুপুরে নদীর অপর পাড়ে নোঙ্গর করা অবস্থায় জাহাজটিতে হঠাৎ বিকট বিস্ফোরণ হয়। পরে জাহাজে আগুন ধরে যায়। প্রথম দফায় এ বিস্ফোরণে মারা যান চারজন। আহত হন আরও ৫ জন। সোমবার বিকেলে উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা করা হলেও তেল খালাস চলছিল। এর ঘণ্টাখানেকের মধ্যেই জাহাজটিতে ফের বিস্ফোরণের ঘটনা ঘটে। দ্বিতীয় বিস্ফোরণে আহত ১৫ জনের মধ্যে দুই জনকে ঢাকায় নেওয়া হয়েছে। এদিকে ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ‘অবাক’ করেছে বিআডব্লিউটিএ ও ফায়ার সার্ভিস কর্মকর্তাদের। শনিবার প্রথম বিস্ফোরণের পর জাহাজের পেছনের মাস্টার ব্রিজ পুরোটাই উড়ে গিয়ে নদীতে ডুবে যায়। সেই দুমড়ানোমোচড়ানো অংশ থেকেই সোমবার তিনজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের ডুবুরি দলের সদস্যরা। এর আগের দিন জাহাজের ইঞ্জিন রুম থেকে আরেকজনের লাশ উদ্ধার করা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধজেনিনে ১০ ফিলিস্তিনি নিহত
পরবর্তী নিবন্ধমহানগর কৃষকলীগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ