বিস্ফোরণে দগ্ধ আরও এক রোহিঙ্গা শিশুর মৃত্যু চমেকে

আজাদী অনলাইন | সোমবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৪ at ৩:৫১ অপরাহ্ণ

নোয়াখারীর ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণে দগ্ধ মোবাশ্বেরা নামে ৪ বছর বয়সী আরও এক শিশু চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা গেছেন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে চমেক হাসপাতে চিকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক দৈনিক আজাদীকে বলেন, আজ ভোরে বিস্ফোরণে দগ্ধ মোবাশ্বেরা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুর শ্বাসনালীতে বেশি বার্ণ ছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ওই বিস্ফোরণে দগ্ধ ৫ শিশুসহ ৭ জনকে চমেক হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক রাসেল নামে তিন বয়ছ বয়সী এক শিশুকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধট্রাক-মোটরসাইকেল সং ঘ র্ষে বান্দরবানে বাইক চালকের মৃ ত্যু
পরবর্তী নিবন্ধশবে বরাতের রাতে সড়কে মাকে ফেলে গেল সন্তানরা, হাসপাতালে মৃত্যু