বিস্ফোরণমুখী বিরল তারা যুগলের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

| সোমবার , ৭ এপ্রিল, ২০২৫ at ১১:৩৫ পূর্বাহ্ণ

বিরল এক তারা যুগলের সন্ধান পাওয়ার দাবি করেছেন বিজ্ঞানীরা যারা এক সময়ে বিস্ফোরিত হবে। ইউনিভার্সিটি অফ ওয়্যারউইকএর জ্যোতির্বিজ্ঞানীরা এমন একজোড়া তারার সন্ধান পেয়েছেন, যা ধীরে ধীরে একে অপরের দিকে সর্পিলভাবে এগিয়ে আসছে ও একদিন এক নাটকীয় মহাজাগতিক ঘটনায় এরা বিস্ফোরিত হবে বলে দাবি তাদের। খবর বিডিনিউজের।

ঘটনাটি আমাদের সৌরজগত থেকে মাত্র দেড়শ আলোকবর্ষ দূরে ঘটছে, যা আবিষ্কারটিকে আরও রোমাঞ্চকর করে তুলেছে বিজ্ঞানীদের কাছে। মহাকাশের দিক থেকে বিবেচনায় নিলে এই দূরত্ব তুলনামূলক কম, যা এ ধরনের ঘটনা দেখতে পাওয়ার জন্য এখন পর্যন্ত সবচেয়ে কাছের ঘটনা বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞানভিত্তিক সাইট নোরিজ।

দুটি তারাই শ্বেত বামন, সূর্যের মতো তারারা যখন নিজেদের জীবনের শেষ প্রান্তে পৌঁছায় তখন এরা পেছনে রেখে যায় এমন ঘন অবশিষ্টাংশ, যা শ্বেত বামন হিসেবে পরিচিত।

পূর্ববর্তী নিবন্ধদুই ব্রিটিশ এমপিকে আটকের পর ফেরত পাঠিয়েছে ইসরায়েল
পরবর্তী নিবন্ধঅবৈধ অভিবাসী ফেরতের ভিডিওতে পপ গান, বিতর্কে হোয়াইট হাউজ