বিস্কুট চুরি করতে ছুরিকাঘাত

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর, ২০২২ at ৪:৪৮ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে গোল্ডমার্ক কোম্পানির একটি বিস্কুটের গাড়ি থেকে ৬ কার্টন বিস্কুট চুরি করতে গিয়ে গাড়ির ড্রাইভার ও হেলপারকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

গত মঙ্গলবার রাত সাড়ে ১২টায় উপজেলার বড়উঠান ইউনিয়নের সিএনজি রিফুয়েলিং পাম্পের সামনে থেকে মো. নুর নবী (৪০), মো. মফিজ (২০), মো. আরিফুল ইসলাম (২৩) ও মো. জাভেদ প্রকাশ আকাশ নাথকে (২৩) আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার সাড়ে ১২টার দিকে মামুন ও তার ভাই হেলপার মো. নোমান এবং ড্রাইভার নুরুল আলম গোল্ডমার্ক বিস্কুট ভর্তি একটি পিকআপ গাড়ি নিয়ে চাতুরী চৌমহনী ডেলিভারি দিতে যাচ্ছিলেন। এ সময় গাড়ির ড্রাইভার ও হেলপারকে আটককৃতরা ছুরিকাঘাত করে বিস্কুট নিয়ে পালিয়ে যায়। এদের মধ্যে মফিজ বেল্লাপাড়ার ছিনতাইকারী সোহেলের ছোট ভাই। পরে কর্ণফুলী থানা পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক অভিযানে জড়িত ৪ জনকে আটক করা হয়। ঘটনায় ব্যবহৃত একটি নাম্বার বিহীন সিএনজি, দুইটি ছোরা ও চার কার্টন গোল্ডমার্ক কোম্পানির বিস্কুট উদ্ধার করে পুলিশ। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ জানান, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা হয়েছে। তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅল্প বৃষ্টিতেও হাঁটু পানি
পরবর্তী নিবন্ধবিএনপি আজ যৌক্তিক আন্দোলনে রাজপথে