ক্রিকেট মাঠে না ফিরলেও ধারাভাষ্য কক্ষের নিয়মিত মুখ হয়ে উঠছেন তামিম ইকবাল। চলমান ভারত–বাংলাদেশ সিরিজে নিয়মিতই তাকে দেখা যাচ্ছে নতুন ভূমিকায়। এর ফাঁকে তিনি কথা বলেছেন বাংলাদেশের ক্রিকেট নিয়েও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আর্থিক অনিয়ম নিয়েও সরব হয়েছেন তিনি। বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক ভারতীয় স্পোর্টস ম্যাগাজিন স্পোর্টস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম নিজের অবসর, সাকিবের সঙ্গে সম্পর্ক, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বাজে পারফরম্যান্স এবং ক্রিকেটের উন্নয়ন বাঁধাগ্রস্ত হওয়া নিয়ে মুখ খুলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান এবং ২৫টি সেঞ্চুরির মালিক এই বাঁহাতি ওপেনার বলেছেন, বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন এত ধীরগতিতে হওয়ার পেছনে দায়ী পর্যাপ্ত সুযোগ–সুবিধার অভাব। তিনি বলেন ২০০৬–২০০৭ মৌসুমে আমার অভিষেক হয়েছে এবং এখন ২০২৪ সালের কথা বলি। গত ১৭ বছরের ঢাকায় নতুন কোনো ট্রেনিং ফ্যাসিলিটির ব্যবস্থা করা হয়নি। কিছু জায়গা ঠিক থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই পরিবর্তন প্রয়োজন। ‘
বিসিবির আর্থিক ব্যবস্থাপনা নিয়েও সমালোচনা করেছেন তামিম। বিশেষ করে সাবেক বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন যেভাবে বিসিবির ব্যাংক একাউন্টে শত শত কোটি টাকা আছে বলে গর্ব করতেন, তা নিয়েও কথা বলেছেন তিনি। তামিমের মতে, কাঁড়ি কাঁড়ি টাকা ব্যাংকে ফেলে না রেখে তা ক্রিকেটীয় অবকাঠামো উন্নয়নে ব্যয় করা দরকার ছিল। তিনি বলেন, ‘মজার ব্যাপার হচ্ছে, বিসিবি দাবি করে তাদের ব্যাংক একাউন্টে নাকি ১২ শ কোটি টাকা আছে। এটার অনুভূতি হচ্ছে গালে চড় মারার মতো। ১২ শ কোটি টাকা অলস পড়ে থাকার কথা নয়। একাউন্টে থাকা উচিত ২০০ কোটি টাকা। বাকি ১ হাজার কোটি টাকা অবকাঠামো উন্নয়নে ব্যয় করা উচিত। ‘ মিরপুরের মতো ঢাকায় আর কোনো সুযোগ–সুবিধা না থাকা নিয়েও আফসোস করেছেন তামিম। তার মতে সারা দেশেই ভালো কোয়ালিটির পিচ দরকার। মিরপুরের মতো সুযোগ–সুবিধা অবশ্যই দরকার। ঘরোয়া ক্রিকেটেও ভালো কোয়ালিটির পিচ দরকার। এভাবে আপনি ক্রিকেটারদের পরীক্ষা করতে এবং তাদের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত করতে পারবেন।
নিজের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে সরাসরি কিছু বলেননি তামিম। তবে একসময়ের ঘনিষ্ঠ বন্ধু সাকিবের ব্যাপারে মুখ খুলেছেন তিনি। সাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন তামিম। সাকিব দেশের জন্য যা করেছে তা অবিশ্বাস্য। তার সম্পর্ক যেমনই হোক না কেন, তাকে এড়িয়ে যেতে পারবেন না। সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় তারকা। সাক্ষাৎকারে তামিম কথা বলেছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ নিয়েও। সমপ্রতি শ্রীলঙ্কার প্রধান কোচ হয়েছেন তাদের কিংবদন্তি সনাৎ জয়সুরিয়া। ভারতেও নিজেদের সাবেক খেলোয়াড়দের দায়িত্ব দিয়েছে বিসিসিআই। বাংলাদেশে এমন কিছুর সম্ভাবনা আছে কি না। এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘প্রধান কোচ হওয়ার মতো বাংলাদেশে কেউ এখন আছে বলে মনে হয় না। হয়তো দু–তিনজন আছেন, যারা সহকারী কোচ হতে পারেন।