বিসিবির পরিচালক পদে বিজয়ী বুলবুল-ফারুকসহ ২৩ প্রার্থী

চট্টগ্রাম থেকে মনজুর আলম ও আহসান ইকবাল নির্বাচিত

| সোমবার , ৬ অক্টোবর, ২০২৫ at ৭:২৬ অপরাহ্ণ

অনেক বাধা আর অনিশ্চয়তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচন। আর এই নির্বাচনে পরিচালক পদে বিজয়ী হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদীন ফাহিম ও ফারুক আহমেদসহ ২৩জন প্রার্থী।

ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হয়েছেন। ক্যাটাগরি-১ এ মোট কাউন্সিলর ৭১ জন। আর এখানে ১০টি পরিচালক পদের জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন ১৫ জন কাউন্সিলর।

এই ক্যাটাগরি থেকে বিজয়ী হয়েছেন- আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদীন ফাহিম, আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর, আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান, মুখলেসুর রহমান, হাসানুজ্জামান, রাহাত শামস, শাখাওয়াত হোসেন।

ক্লাব ক্যাটাগরি বা ক্যাটাগরি-২ থেকে ৭৬ জন কাউন্সিলরের ভোটে ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। আর এই ১২টি পদের জন্য লড়াই করেছেন ১৬ জন কাউন্সিলর। 

ক্যাটাগরি-২ থেকে বিজয়ী হয়েছেন- ফারুক আহমেদ, ইশতিয়াক সাদেক, আদনান রহমান (দীপন), ফায়াজুর রহমান, আবুল বাশার, শাহনিয়ান তানিম, মোখছেদুল কামাল, এম নাজমুল ইসলাম, আমজাদ হোসেন, মনজুর আলম, ইফতেখার আহমেদ মিঠু ও মেহরব আলম চৌধুরী।

অন্যদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরির ৪৫ জন কাউন্সিলরের ভোটে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট। যেখানে লড়াই করছেন দেশের ক্রিকেটের আরেক অতিপরিচিত মুখ দেবব্রত পালের সঙ্গে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে যুবকের রহস্যজনক মৃত্যু
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ছাত্র আন্দোলনে গুলি করা যুবলীগের দুই নেতা আটক