বিসিবির তিন কমিটির চেয়ারম্যান মনজুর আলম

| বুধবার , ১৯ মার্চ, ২০২৫ at ৪:৪২ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দ্বিতীয় মেয়াদে পরিচালকের দায়িত্ব পালন করছেন মনজুর আলম মঞ্জু। চট্টগ্রামের এই ক্রীড়া সংগঠক বিসিবি, বাফুফে, ঢাকা মোহামেডান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগঠনে দায়িত্ব পালন করছেন। বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি আগে থেকেই মেডিকেল সাব কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মঞ্জু। গত বছরের ৫ আগস্ট পট পরিবর্তনের পর বিসিবিতেও আসে পরিবর্তন। বেশিরভাগ পরিচালক পালিয়ে যান। ফলে সাব কমিটি সমুহে আনা হয় ব্যাপক পরিবর্তন। যেহেতু মাত্র কজন পরিচালক দিয়ে বোর্ড পরিচালনা করতে হচ্ছে তাই পরিচালকদের উপর পড়েছে বাড়তি দায়িত্ব। যেমনটি পড়েছে মনজুর আলমের উপরও। আগে থেকেই পালন তরা মেডিকেল কমিটি ছাড়া তাকে চেয়ারম্যান করা হয়েছে ওয়েলফেয়ার কমিটির। একই সাথে অতিরিক্ত দায়িত্ব হিসেবে দেওয়া হয়েছে সবচাইতে গুরুত্বপূর্ণ সিকিউরিটি কমিপির চেয়ারম্যানের দায়িত্বও। বলা যায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির দায়িত্ব এখন মনজুর আলমের কাঁধে। বোর্ড তার কাঁধে যে দায়িত্ব দিয়েছেন সেটা তিনি যথাযথভাবে পালনের চেষ্টা করছেন বলেও জানান এই ক্রীড়া সংগঠক।

পূর্ববর্তী নিবন্ধহামজার সাথে ভারত ম্যাচের ছক কষতে মুখিয়ে কাবরেরা
পরবর্তী নিবন্ধজাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়া জয় চট্টগ্রামের