বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ নাজিমউদ্দিন গত কয়েক বছর ধরেই জড়িত আছেন ক্রিকেট কোচিং এর সাথে। এবার তিনি যুক্ত হলেন বিসিবির কোচ হিসেবে। জাতীয় দলের হয়ে ৩টি টেস্ট, ১১টি ওয়ানডে এবং ৭টি টি–টোয়েন্টি শ্যাচ খেলা নাজিম উদ্দিনকে চট্টগ্রাম বিভাগীয় কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। সবশেষ ২০১২ সালে দেশের হয়ে খেলেছিলেন। এরপর বেশ কয়েক বছর ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ছিলেন নাজিম। চট্টগ্রাম বিভাগের হয়ে বয়সভিত্তিক দলে কাজ করার সুযোগ পেলেন নাজিমউদ্দিন। গতকাল তার নিয়োগ নিশ্চিত করেছে বিসিবি। নাজিম উদ্দিন জানিয়েছেন চট্টগ্রাম বিভাগের বয়সভিত্তিক দলের কোচ হিসেবে যোগদান করেছি । যখন কন্ডিশনিং ক্যাম্প বা অন্য কিছু হবে তখন সেখানে কাজ করব। চট্টগ্রাম বিভাগের ১১ টি জেলা রয়েছে । যার অর্ধেকের দায়িত্ব আমার। মুলত আরেক সাবেক জাতীয় ক্রিকেটার নুরুল আবেদীণ নোবেলের স্থলাভিষিক্ত হয়েছেন নাজিম। তাদের কাজ হবে মুলত অনূর্ধ্ব–১৪, অনুর্ধ্ব–১৬ ক্রিকেটারদের বাছাই করা।
প্রথমবারের মত একজন সাবেক টেস্ট ক্রিকেটারকে কোচ হিসেবে পেলো চট্টগ্রাম বিভাগ।
নিজের অভিজ্ঞতাকে কাজে লাগানোর চেষ্টা করবেন জানান নাজিম। কোচিং ক্যারিয়ারে সৎ থাকার প্রতিশ্রুতি দিয়েছেন নাজিম। তিনি জানান রুট লেভেলে যারা থাকবে তাদের নিয়ে আমি কাজ করব। এখন যারা জুনিয়র আছে ওদের বেসিকটা যাতে স্ট্রং হয় সেটাই আমার লক্ষ্য থাকবে। নিজের সততা ধরে রাখা সব থেকে বড় কাজ। যারা দলে আসার যোগ্য তারা যেন সুযোগ পায় সে চেষ্টা থাকবে। মাত্র ১৬ বছর বয়সে নাজিমউদ্দিনের প্রথম–শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে। পরবর্তীতে তিনি বাংলাদেশ ‘এ’ দল ও বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ ক্রিকেট দলে খেলার সুযোগ লাভ করেন। ২০০৭ সালে টি–টোয়েন্টি, ২০০৮ সালে ওয়ানডে এবং ২০১১ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় নাজিম উদ্দিনের। টেস্টে ৩ ম্যাচে ১২৫, ওয়ানডেতে ১১ ম্যাচে ১৪৭ এবং টি–টোয়েন্টিতে ৭ ম্যাচে ১৭৮ রান করেন নাজিম উদ্দিন।