মহামায়ার বিসর্জনে ধ্বনিত হয়
‘আসছে বছর আবার হবে।’
আসছে বছর এসে যায় কখনও ধীর লয়ে,
আবার কখনও দ্রুত তালে।
বিসর্জনের তালিকা বড় হতে থাকে।
কখনও সাধ, কখনও সাধ্য;
কখনও আকাঙ্ক্ষা, কখনও স্বপ্ন।
অভিযোগগুলো ভাসানে যায়;
ফিরে আসে অভিমান হয়ে।
এবার আর উৎকন্ঠা নয়,
চঞ্চল হয় না চিত্ত!
আবেগের ঘরে মরিচা পরে থরে থরে
ব্যথাহীন আনন্দ ও দুঃখের কড়চা।
দশভূজা নেয় নতুন সাজ, বাহন হয় ভিন্ন
বৃষ্টির ধারাপাত আবছায়া, অভিন্ন।
মাটির প্রতিমা প্রাণময় বোধ নিয়ে
মিটিমিটি হাসে ভক্তের আরতিতে।
আবার ভাসান হবে মহা আড়ম্বরে,
মহামায়া বিসর্জনের ভেলায় ভাসে
নব নব সাজে!