বিষাদেও হাসি

কাজী নাজরিন | বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ at ৮:৪৫ পূর্বাহ্ণ

বড্ড অভিমানে ছেয়ে গেছে জীবনের চারপাশ

ক্লান্ত শ্রান্ত দিন শেষে অটুট হাসি আনন্দে

যাচ্ছে জীবন, জীবনের মতো,

কোলাহল নেই, নেই আহলাদি সেই আগের মনটা,

বিদীর্ণ পথের বাঁকে বাঁকে

চোরাবালি লেপটে আছে।

চঞ্চলতার ভরাডুবি!

জীর্ণশীর্ণ হয়ে নেতিয়ে পড়েছে মনের আকাশে

ভেসে আসা পশ্চিমের রঙধনু।

নির্ঘুম রাতে অমাবস্যার চাঁদের মতো মিটমিটিয়ে

বিষাদেও হাসি।

পূর্ববর্তী নিবন্ধস্মৃতির দহন
পরবর্তী নিবন্ধনোলকের ফাঁকে