বিষাক্ত পরিবেশ

শরণংকর বড়ুয়া | মঙ্গলবার , ৪ জুলাই, ২০২৩ at ৬:৩৭ পূর্বাহ্ণ

শিক্ষার অধঃপতন সততার অবমূল্যায়ন,

ক্ষমতার লোভ হীনম্মন্য আচরণ।

অর্থের কাছে জ্ঞানীরা অবহেলিত,

অশিক্ষিত মুখোশধারী চাটুকার সমাদৃত।

হিংসায় নীতিবোধকে উপেক্ষা করে,

অকুশল অনৈতিক অসুস্থ মানসিকতা।

পরশ্রীকাতর বিষাক্ত পরিবেশ সৃষ্টি,

অনিশ্চয়তা প্রশ্নবিদ্ধ বিবেকহীনতা।

স্বার্থের কারণে সংকীর্ণ মনুষত্ব,

সহসাত চরিত্রের রূপ বদল।

পদের লোভ নীতি বিচ্যুত কুৎসিত,

আগ্রাসীর ধৃষ্টতা অর্থের বল।

অবজ্ঞা বিদ্বেষ সমাজ রোগাক্রান্ত,

মানুষের আন্তরিকতা মানবিকতা সংকটাপন্ন।

নৈরাজ্য দলাদলি সভ্যতার অপমৃত্যু

সর্বত্র অযাচিত বাহুবল নিরবিছিন্ন।

সৃজনশীলরা বরাবরই নীরব নিরপেক্ষ,

কিছু বিপথগামীদের বেপরোয়া দৌরাত্ম্যে।

আদর্শ শুভবুদ্ধি ধ্যানধারনা নড়বড়ে,

পেশীজীবীরা দ্বিধাহীন দিগবিজয়ে পক্ষপাতিত্বে।

অহংকার ভালোবাসা মমতার উদ্বেগ,

সবখানে সংঘাত অনিয়ম শেষমেষ।

ক্ষণিকের জীবনে লোভ লালসা,

নিন্দনীয় অবক্ষয় সমাজ দেশ।

পূর্ববর্তী নিবন্ধঅসুস্থ প্রতিযোগিতা বন্ধ হোক
পরবর্তী নিবন্ধস্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পুরুষের পাশাপাশি নারীর ভূমিকা ও গুরুত্বপূর্ণ