বিশ্ব সুন্নী আন্দোলনের সমাবেশ ও মানববন্ধন

| সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:১৫ পূর্বাহ্ণ

বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের দিক নির্দেশনায় গতকাল রবিবার ঢাকা গুলিস্তান হযরত গোলাপ শাহ রাহ: মাজার প্রাঙ্গণে আওলিয়াকেরামের মাজার শরীফে হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিশ্ব সুন্নী আন্দোলন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের মহাসচিব আল্লামা শেখ রায়হান রাহবার। বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা আল্লামা আবু আবরার চিস্তি, আল্লামা আরেফ সারতাজ, সুফি আহমদ মোর্শেদ, মুফতি আল্লামা রেজাউল কাওসার, শেখ নঈম উদ্দিন, শেখ হানিফ,আওয়াল কাদেরী, কৃষিবিদ মিজানুর রহমান আখন্দ, এডভোকেট মাঈনুঊদ্দীন টিটু, অধ্যাপক মোকাররম হোসেন, এডভোকেট শারমিন সুলতানা। ইমাম হায়াত বলেন, আল্লাহতায়ালার অলিগণের শানে আঘাত সব ঈমানদারের ঈমানী হৃদয়ে আঘাত। অলিগণের মাজারে হামলাকারী আল্লাহতাআলার শত্রু উল্লেখ করে তিনি বলেন, আল্লাহতাআলার অলিগণই দয়াময় আল্লাহতাআলা ও প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্পর্কের কেন্দ্র। ইমাম হায়াত বলেন, আওলিয়া কেরামের মাজার শরীফ আল্লাহতাআলার নিদর্শন। আল্লাহতাআলার অলিগণ সকল মানুষের জন্য কল্যাণ ও মানবতার কেন্দ্র, ধর্মাস্থানে হামলাকারীরা ধর্ম ও মানবতার শত্রু। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএই সংবিধান বহাল রেখে ফ্যাসিবাদ নির্মূল সম্ভব নয়
পরবর্তী নিবন্ধমহেশখালীতে মদ তৈরির কারখানা ধ্বংস করল নৌবাহিনী