বিশ্ব সুন্নী আন্দোলন ঢাকা মহানগর শাখার উদ্যোগে গুলশান দরবার হলে খলিফাতুর রাসুল (সা.) মাওলা আলী (রা.) স্মরণে মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও মানবতা ভিত্তিক রাজনীতির রূপরেখা বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক সৈয়দ ইমাম হায়াত সভাপতিত্বে উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রতিনিধিবৃন্দ, সদস্যবৃন্দ ও সর্বস্তরের মা–বোন ও সাধারণ জনগণ। সভা শেষে সালাতু সালাম ও দোয়ায় দেশ জনগণ ও বিশ্ব মানবতার কল্যাণ, শান্তি কামনা করা হয়।
এতে সৈয়দ ইমাম হায়াত বলেন, নুরে রেসালাত পবিত্র আহলে রাসুল ঈমান এবং আহলে রাসুলের দুশমন ও দুশমনদের দালাল হকের দুশমন কাফের, ঈমান দ্বীন খেলাফত ও ইনসানিয়াতের দায়িত্ব পালন করাই আহলে রাসুলের প্রতি ভালবাসা। প্রেস বিজ্ঞপ্তি।