বিশ্ব মেট্রোলজি দিবস আজ

আজাদী প্রতিবেদন | সোমবার , ২০ মে, ২০২৪ at ৮:২৮ পূর্বাহ্ণ

আজ বিশ্ব মেট্রোলজি দিবস। ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতিবছর বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়ে থাকে। দিবসটিতে এবার প্রতিপাদ্য ধরা হয়েছে-‘টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আজকের পরিমাপ’। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) চট্টগ্রাম দিবসটিকে কেন্দ্র করে আজ বেলা ১১ টায় নগরীর সার্কিট হাউসে আলোচনা সভার আয়োজন করেছে। সভায় প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম, বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজ, কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রামের সভাপতি এসএম নাজের হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের মানববন্ধনের পর অফিসে মিটিং, দুই শিক্ষককে মিলিয়ে দিলেন অন্যরা
পরবর্তী নিবন্ধইউসিটিসিতে এডমিশন ফেয়ারের সময়সীমা ২৭ মে পর্যন্ত বৃদ্ধি