বিশ্ব মানবাধিকার দিবসে চবি ছাত্রদলের মানববন্ধন

আজাদী প্রতিবেদন | বুধবার , ১১ ডিসেম্বর, ২০২৪ at ৮:৪৩ পূর্বাহ্ণ

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, দীর্ঘ ১৭ বছর এদেশে মানবাধিকারের চরম লঙ্ঘন হয়েছে। নাগরিক স্বাধীনতার জন্য সংগ্রাম করতে গিয়ে আমাদের নেতাকর্মীসহ অনেকে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন। এসময় চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়েও এই ক্যাম্পাসে অনিয়ম হচ্ছে, ফ্যাসিবাদের দোসরদের আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সুস্পষ্টভাবে বলে দিতে চাই, সাধারণ ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করুন। ক্যাম্পাসে সংঘটিত গুপ্ত হামলা বন্ধে ব্যবস্থা নিন। এই ক্যাম্পাসে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। মানববন্ধনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিগত সময়ে ক্যাম্পাসে যেসব হত্যাকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড ও গুপ্ত হামলা হয়েছে এসব সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে বিচারের দাবি জানান।

মানববন্ধনে গত ১৭ বছরে রাজনীতিবিদ, সাংবাদিক, ছাত্র, শ্রমিক, সাধারণ মানুষসহ যারা আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে মিথ্যা মামলা, কারাবাস, শারীরিক নির্যাতন, গুম ও হত্যার শিকার হয়েছেন এসব ঘটনায় বিচারের দাবি জানান সংগঠনটির নেতারা।

পূর্ববর্তী নিবন্ধরেলওয়ে শ্রমিক কর্মচারী দলের সভা ও র‌্যালি
পরবর্তী নিবন্ধকুরআন সুন্নাহর আলোকে সমাজকে আলোকিত করতে হবে