বিশ্ব মঞ্চে পুরস্কৃত ‘ডেজা ভ্যু’

| শুক্রবার , ৮ এপ্রিল, ২০২২ at ৫:০০ পূর্বাহ্ণ

গানের প্রতিভা ও নতুন কিছু করবার ইচ্ছাশক্তি নতুন পরিচয় দিয়েছে গায়ক ইমরান হোসাইনকে। দীর্ঘ সময় ধরে ‘মেড ইন বাংলাদেশ’-এর মাধ্যমে ছিন্নমূল শিশু ও সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। ‘মধু হই হই’ খ্যাত জাহিদসহ বেশ কয়েকজন নবীন শিল্পীকে সবার সামনে তুলে ধরেও প্রশংসা কুড়িয়েছেন এই গায়ক। আর এবার ইমরান প্রথমবারের মতো অভিনয় করছেন একটি সিনেমায়। নাম ‘ডেজা ভ্যু’।
ইতোমধ্যেই সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবসহ আরও প্রায় ১১০টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছে বলে জানিয়েছেন ইমরান। শুধু তাই নয় সমপ্রতি স্পেনের এল গ্রিতো দি লস সিন ভজ, ফেস্টিভ্যালে সেরা বিষয়’ হিসেবে চলচ্চিত্রটিকে সম্মাননা দেওয়া হয়েছে। সিনেমা সম্পর্কে ইমরান বলেন, এই সিনেমায় নিজের চরিত্রের জন্য বেশ পরিশ্রম করেছি। সময় পেলেই আড্ডা এবং গল্পে গল্পে আরো গভীরে প্রবেশ করে নিজেকে কংক্রিটের মতো শক্ত করেছি এই চলচ্চিত্রের জন্য।
অবশেষে সিনেমাটি এত বড় একটি উৎসবে সম্মানিত হওয়ায় খুব ভালো লাগছে। সিনেমাটি প্রযোজনা করেছেন ফারাহ নাজ আলম এবং গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রায়হান শশী। পরিচালকের মতে ‘ডেজা ভ্যু, চলচ্ছিত্রের প্রধান প্রতিপাদ্য বিষয়গুলোর অন্যতম বিষয় হচ্ছে-ভোগ দখল করার জন্য নারী নয়ৃ নারী, পুরুষের চেয়েও বেশি একজন মানুষ।

পূর্ববর্তী নিবন্ধ‘প্রথম প্রথম প্রেম’
পরবর্তী নিবন্ধআড়াই বছর পর ঢাকায় বিপাশা