বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রচনা ও স্লোগান প্রতিযোগিতা

| মঙ্গলবার , ২১ মে, ২০২৪ at ৮:৫৫ পূর্বাহ্ণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চট্টগ্রামের শিক্ষার্থীদের মাঝে পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষার প্রচেষ্টা অব্যাহত রাখতে অনুষ্ঠিত হয়েছে রচনা ও স্লোগান প্রতিযোগিতা। গতকাল সোমবার পাহাড়তলী কলেজের অডিটরিয়ামে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের দিনব্যাপী আয়োজনে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

প্রতিযোগিতায় বিজয়ীদের আগামী ৫ই জুন চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে। এসময় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সেলিনা আকতার, সহকারী পরিচালক রোমানা আক্তার, রিসার্চ অফিসার মো আশরাফ উদ্দিনসহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন । প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামস্থ নাটোর জেলা সমিতির সভা
পরবর্তী নিবন্ধ‘সকলে সচেতন হলে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে’