‘বিশ্ব দরবারে বাংলা গানকে তুলে ধরাই লক্ষ্য’

| শুক্রবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:২৮ পূর্বাহ্ণ

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী শুভ্রদেব। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত অসংখ্য জনপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। পাশাপাশি প্রথম অনেক কিছুই হয়েছে শুভ্রদেবের হাত ধরে। দেশের প্রথম ক্রিকেট নিয়ে গান করেছেন তিনি। পাশাপাশি দেশের প্রথম মিউজিক ভিডিও করেছেন তিনি। এর বাইরে বিশ্বের বিভিন্ন মঞ্চে বাংলা গানকে তুলে ধরেছেন স্টেজ শোর মাধ্যমে। এবার শিল্পী পেয়েছেন রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক।

সমপ্রতি ঘোষণা করা হয়েছে একুশে পদক। ভাষা আন্দোলন, শিল্পকলা, ভাষা ও সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এবার একুশে পদক পাচ্ছেন ২১ জন বিশিষ্ট ব্যক্তি। এরমধ্যে শিল্পকলার সংগীতে একুশে পদক পাচ্ছেন তিনি। এমন রাষ্ট্রীয় স্বীকৃতি ঘোষণার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন শিল্পী। একুশে পদক প্রাপ্তির অনুভূতি প্রকাশ করতে গিয়ে শুভ্রদেব বলেন, খুবই ভালো লাগছে।

একুশে পদক রাষ্ট্রীয় স্বীকৃতি। তবে আমি আশা করতাম হয়তো কোনো একদিন এ রকম সম্মাননা পাবো। কারণ দেশের ক্রিকেট নিয়ে প্রথম গান আমার করা। প্রথম মিউজিক ভিডিও করেছি। অনেক গান দেয়ার চেষ্টা করেছি। এবার তার স্বীকৃতিস্বরূপ একুশে পদক দেয়া হচ্ছে।

সবার প্রতি আমি কৃতজ্ঞ। শুভ্রদেব আরও বলেন, সবার দোয়া চাই। আমার একটাই লক্ষ্য এখন। বিশ্ব দরবারে বাংলা গানকে তুলে ধরা।

পূর্ববর্তী নিবন্ধ১৭ ফেব্রুয়ারি হতে সারা দেশে ‘মুজিব’-এর উন্মুক্ত প্রদর্শনী
পরবর্তী নিবন্ধইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ