বিশ্ব এ্যানেসথেসিয়া দিবস পালিত

| সোমবার , ১৭ অক্টোবর, ২০২২ at ৫:১১ পূর্বাহ্ণ

বিশ্ব এ্যানেসথেসিয়া দিবস ছিল গতকাল। এ উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে ছিল বেলুন উড্ডয়ন, র‌্যালি ও কেক কাটা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আকতার, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান, প্রফেসর ডা. একেএম শামসুল আলম, প্রফেসর ডা. রনজন কুমার নাথ, অধ্যাপক ডা. মোহাম্মদ হারুন অর রশীদ। র‌্যালিটি শাহ আলম বীর উত্তম অডিটোরিয়াম সম্মুখ হতে পুরাতন প্রিন্সিপাল লবি পর্যন্ত গিয়ে শেষ হয়। সবশেষে কেক কাটা ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এছাড়া সন্ধ্যায় নগরীর জিইসি মোড়স্থ একটি রেস্তোরাঁয় একটি সায়েন্টফিক সেমিনার অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল : বিশ্ব এ্যানেসথেসিয়া দিবস উপলক্ষে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের এ্যানেসথেসিয়া বিভাগের উদ্যোগে গতকাল রোববার হাসপাতালের কনফারেন্স হলে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. সাখাওয়াত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা। অনুষ্ঠানে ব্যথামুক্ত ডেলিভারির বিষয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন অ্যানাস্থেসিয়া বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইফতেখার হোসেন তানিম। বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. অসীম কুমার বড়ুয়া, অবস এন্ড গাইনি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সিরাজুন নূর রোজী, ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. আবদুল কাইয়ুম চৌধুরী, এ্যানেসথেসিয়লজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. অলক নন্দী, অধ্যাপক ডা. আহমেদ আবু নাসের। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য মো. হারুন ইউসুফ, উপ-পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসাইন, ডা. এ কে এম আশরাফুল করিম, ডা. মো. আবু সৈয়দ চৌধুরী, চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোজাম্মেল হক শরিফি, অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. শেফাতুজ্জাহান, আইসিইউ ইনচার্জ ডা. মাহাদী হাসান রাসেল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এ্যানেসথেসিয়লজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. অলক নন্দী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমাবেশের নামে চাঁদাবাজি করছে বিএনপি : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধজেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন অতিরিক্ত সচিব