বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসে ফ্রি চিকিৎসা সেবা

| শনিবার , ১৮ মে, ২০২৪ at ৭:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে বিভিন্ন বয়সী অর্ধশতাধিক রোগী হৃদরোগের সেবা নেন। চিকিৎসার সেবায় নেতৃত্ব দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল হৃদরোগ বিভাগের সাবেক প্রধান ও চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ। পরে ফাউন্ডেশনের চিকিৎসক, কর্মকর্তাকর্মচারীরা শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি হার্ট ফাউন্ডেশনের আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। অন্যদিকে বাংলাদেশ হাইপারটেনশন অ্যান্ড হার্ট ফেইলিউর ফাউন্ডেশনের উদ্যোগেও ফ্রি চিকিৎসা দেয়া হয়েছে। ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ ছাড়াও চিকিৎসা সেবায় যুক্ত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. আবুল হোসেন শাহীন ও দপ্তর সম্পাদক ডা. রাজীব দে ও অন্যান্য চিকিৎসকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলংগদুতে বিপন্ন প্রজাতির লজ্জাবতি বানর অবমুক্ত
পরবর্তী নিবন্ধসরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি