ঈদে আজমের ঈমানী আনন্দ শোভাযাত্রায় হামলার প্রতিবাদে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি শুরু হয় বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের বাণীর মাধ্যমে– যারা অন্যের অধিকার অস্বীকার করে তারা ধর্ম নয়, ধর্মের শত্রু; মানুষ নয়, অমানুষ; ধর্ম ও মতপথ যার যার রাষ্ট্র সবার। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের সভাপতি রেজাউল কাওসার। বক্তব্য রাখেন স্টুডেন্ট ফ্রন্ট চট্টগ্রাম জেলা শাখার সমন্বয়ক আরিফুল হক, জাবেদ হোসেন (সিভাসু), সুমাইয়া আক্তার (ঢাবি), শাহারিয়ার প্রান্ত (চবি), জুয়েনা সুলতানা (চবি), খালেদ হাসান মিলু (চবি), জোনায়েদ শিবলী (চবি), মারুফ হোসেন, ইমরান হোসেন, সজীব মোকাররম, মেহেদী হাসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।