চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, বিজ্ঞান হচ্ছে চিন্তা ও ধ্যানলব্দ, কিন্তুু গবেষণালব্দ নয়। ভারতবর্ষসহ উন্নত দেশগুলোতে যত বিজ্ঞান চর্চা হয় সবগুলো হচ্ছে ধ্যানলব্দ। আমাদের মর্যাদা বৃদ্ধি করতে হলে জ্ঞান–বিজ্ঞান চর্চা করতে হবে। বিজ্ঞানকে গাছের চারার মতো নার্সিং করতে হবে। তাহলে আমরা উন্নত হতে পারবো। বিজ্ঞানী হতে হলে নিয়মিত পড়ালেখা করতে হবে। বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য চিন্তা–চেতনায় প্রযুক্তিকে কাজে লাগাতে হবে বিজ্ঞানমনস্ক হয়ে গড়ে উঠতে হবে। দেশকে বিশ্বের সামনে উপস্থাপনার জন্য শিশু–কিশোরদেরকে বিজ্ঞান ও প্রযুক্তিতে নিজের মেধাকে বিকশিত করতে হবে। তিনি গতকাল সোমবার ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে নগরীর ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজে জেলা প্রশাসন আয়োজিত ৩দিন ব্যাপী বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শুরুতে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘জ্ঞান–বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে চট্টগ্রাম জেলা প্রশাসন অনুষ্ঠানের আয়োজন করে। বিজ্ঞান মেলায় বিভিন্ন সরকারি–বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ১১৪টি স্টলে তাদের নতুন নতুন উদ্ভাবন প্রদর্শন করেন এবং অতিথিবৃন্দরা স্টল পরিদর্শন করেন। ২৮ মে বুধবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের অনুষ্ঠান সম্পন্ন হবে।
বিভাগীয় কমিশনার বলেন, বিজ্ঞান চর্চার মাধ্যমে আমাদের এদেশকে উন্নত করবো এবং বিশ্বে মর্যাদার জায়গায় প্রতিষ্ঠিত করতে বিজ্ঞান চর্চার বিকল্প নেই। অনুষ্ঠানে ১১৪টি প্রজেক্টের প্রত্যেকটি আলাদা আলাদা করে ভিডিও ক্লিপ বানিয়ে আর্কাইভ করে রাখার বিষয়ে শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, বিজ্ঞানমনস্ক জাতি ছাড়া উন্নত দেশ গঠন সম্ভব নয়। বিজ্ঞানের প্রতি ঝুঁকতে হবে। বর্তমান প্রজন্মের ছেলে–মেয়েদেরকে বেশি বেশি বিজ্ঞান চর্চায় সাহস দিতে হবে, উৎসাহিত করতে হবে। পড়ালেখা ও শিক্ষা–দীক্ষায় বিজ্ঞানমনস্ক হয়ে উঠলে আগামীতে সুখী–সমৃদ্ধ উন্নত বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। এ জন্য শিক্ষার্থীদের বিজ্ঞানের ওপর আরো বেশি লেখাপড়া, চর্চা ও গবেষণা করতে হবে। বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদা পেতে আমাদেরকে বিজ্ঞান শিক্ষার পাশাপাশি প্রযুক্তি নির্ভর ব্যাপক গবেষণা করতে হবে।
চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উত্তম খীসা।
বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন, এম.এম ইস্পাহানী লিমিটেডের পরিচালক মির্জা আলী ইস্পাহানী, ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের রেক্টর ও চীফ কো–অর্ডিনেটর লে. কর্ণেল মো. মইনুল ইসলাম চৌধুরী (অব.) ও ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমেদ শাহীন আলরাজী। সরকারি–বেসরকারি বিভিন্ন স্কুল–কলেজের শিক্ষক–শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।