যুক্তরাষ্ট্রের স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং ডাটাবেজ অনুযায়ী প্রতি বছর বিশ্বের সবচেয়ে প্রসিদ্ধ এবং প্রভাবশালী ২% বিজ্ঞানীদের তালিকা প্রকাশ করা হয়। এতে স্থান পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক চেয়ারম্যান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কম্পিউটার বিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন। এর আগে ২০২১ এবং ২০২২ সালেও বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছিলেন তিনি। এবারে তালিকাভুক্তির মাধ্যমে টানা ৩ বার বিশ্বের সবচেয়ে প্রসিদ্ধ বিজ্ঞানীদের তালিকায় স্থান করে নেওয়ার গৌরব অর্জন করলেন প্রফেসর ড. শাহাদাত হোসেন। এছাড়াও তিনি ধারাবাহিকভাবে এলপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেঙ–২০২১, ২০২২ এবং ২০২৩ এর প্রকাশিত বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায়ও স্থান পেয়েছিলেন। ড. শাহাদাত হোসেনের আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে প্রকাশিত ২৫০টিরও অধিক গবেষণা প্রবন্ধ রয়েছে। অসংখ্য জনপ্রিয় বইয়ের মুখবন্ধও লিখেছেন তিনি। তাছাড়া যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন ফুলব্রাইট, ইউরোপিয়ান কমিশনের ইরাস্মাস মন্ডুস, ওয়ার্ল্ড ব্যাংক স্কলারশিপ ও কমনওয়েলথ স্কলারশিপসহ বিশ্বের সবচেয়ে সম্মানজনক ডিগ্রিধারী হিসেবে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ে তিনি ভিজিটিং প্রফেসর হিসেবে বর্তমানে অধ্যাপনা করছেন। প্রেস বিজ্ঞপ্তি।