বিশ্বের প্রতিটি দেশ চ্যালেঞ্জের সম্মুখীন ওয়াসিকা আয়েশা

| রবিবার , ৩০ অক্টোবর, ২০২২ at ১১:০১ পূর্বাহ্ণ

চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে সমগ্র বিশ্বের প্রতিটি দেশ চ্যালেঞ্জের সম্মুখীন। বিভিন্ন সুলভ জিনিসের মূল্যও ইউরোপের বিভিন্ন দেশসহ সকল দেশেই বৃদ্ধি পেয়েছে।

গতকাল জাতীয় সংসদ ভবনস্থ পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান এ কথা বলেন। তিনি বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে সমগ্র বিশ্বে খাদ্যপণ্যসহ বিভিন্ন নিত্যপণ্যের মূল্য ক্রমবর্ধমান যা দেশের গণ্ডি পেরিয়ে একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। খবর বাসসের।

আয়েশা বলেন, বাজারে সিন্ডিকেটের প্রভাব রয়েছে যার সমাধান আশু জরুরি। সিন্ডিকেটের দৌরাত্ম কমানো সম্ভব হলে জনসাধারণ কিছু উপকৃত হবে। দল-মত নির্বিশেষে সকলকে এক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির চেয়ারম্যান ড. মসিউর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

পূর্ববর্তী নিবন্ধকর্ত্তালা-বেলখাইন সদ্ধর্মালংকার বিহারে বুদ্ধমূর্তির দ্বার উন্মোচন
পরবর্তী নিবন্ধশিশু-কিশোরদের সুস্থ সংস্কৃতি চর্চায় গড়ে তুলতে হবে