বিশ্বমানের শিক্ষাব্যবস্থা নিশ্চিতে কাজ করছে সরকার

সাতকানিয়া মহিলা কলেজে অনুষ্ঠানে ডা. মিনহাজ

| রবিবার , ৯ জুন, ২০২৪ at ৮:৫১ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদ সদস্য ও স্বাচিপ চট্টগ্রাম জেলা শাখার সহসভাপতি অধ্যাপক ডা. আ ম ম মিনহাজুর রহমান বলেছেন, প্রথাগত শিক্ষা ব্যবস্থা থেকে বের হয়ে বিশ্বমানের শিক্ষাব্যবস্থা নিশ্চিতে কাজ করছে সরকার। দেশের শিক্ষাব্যবস্থায় অসংখ্যবার পরিবর্তন হলেও যুগের চাহিদার সাথে তাল মেলাতে বর্তমানে নতুন কারিকুলামে শিক্ষা জনগোষ্ঠীকে উপযুক্ত করে গড়ে তুলতে কার্যকরী ভূমিকা রাখবে । তিনি গতকাল শনিবার সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি সাতকানিয়া পৌরসভার মেয়র কবি মোহাম্মদ জোবায়ের বলেন, শিক্ষাক্ষেত্রে গত এক যুগে আওয়ামী লীগ সরকারের অর্জন অবিস্মরণীয়। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কবি রুহুল কাদেরের সভাপতিত্ব সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সাতকানিয়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদ সভাপতি শফিকুল ইসলাম, মো. আবদুল মান্নান, পরিমল কান্তি পাল, মো. আইয়ুবুর রহমান, ইলিয়াস বাবুল, মো. শাহ আলম, মো. কামাল উদ্দিন, শিক্ষিকা কাঁদানে কাতুল নাঈম পপি, শিক্ষক জয়নাল আবেদিন ও তানজীবুল ইসলাম ও সুমাইদা হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাবনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা
পরবর্তী নিবন্ধজিয়া স্মৃতি পাঠাগার চট্টগ্রামের বই উৎসব