চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, বিশ্ববিদ্যালয় নিছক একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি হলো স্বপ্ন বুননের কেন্দ্র, ভাবনার কারখানা এবং নতুন চিন্তার জন্মভূমি। এখানে বসবাস করে দেশের ভবিষ্যৎ, এখানে তৈরি হয় নতুন সম্ভাবনার রূপরেখা। আজকের এই যুগে, ছাত্রজীবনের মিশন ও ভিশন নতুন করে পুনর্গঠন করতে হবে। পৃথিবী বদলাচ্ছে, সময় দ্রুত এগিয়ে যাচ্ছে, আর আমাদেরও সেই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে এগোতে হবে। জ্ঞানই শক্তি, জ্ঞানই স্বাধীনতা, আর জ্ঞানই আমাদের সম্ভাবনার দরজা খুলে দেয়। তিনি বলেন, আমরা হয়তো অনেকেই প্রথাগত সার্টিফিকেট সংগ্রহ করেছি, কিন্তু পড়ালেখার মূল স্রোত থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে গেছি। এই বিচ্ছিন্নতাই আমাদের প্রকৃত উন্নতির পথে সবচেয়ে বড় বাধা।
গতকাল বুধবার কুমিরার স্থায়ী ক্যাম্পাসে আইআইইউসির শরৎকালীন সেমিস্টার অনার্স প্রোগ্রামের নবাগত ছাত্রীদের ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে বিশেষ অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান।স্বাগত বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর মোহাম্মদ শামসুল আলম, রেজিস্ট্রার কর্নেল (অব.) মোহাম্মদ কাশেম, ইকনোমিক্স এন্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শরীফুল হক, প্রক্টর মোস্তফা মনির চৌধুরী এবং ফিমেল একাডেমিক জোন চীফ মাহমুদা খাতুন সিদ্দিকা।
বিশেষ অতিথি বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান বলেন, জ্ঞানভিত্তিক নৈতিকতাপূর্ণ সমাজের আজ বড় চাহিদা। এই চাহিদা পূরণে সমাজ গড়ার কারিগর শিক্ষার্থীদেরকেই দায়িত্ব নিতে হবে।
সভাপতির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে, যেখানে সৃষ্টিকর্তার স্মরণ থাকবে হৃদয়ে, এবং কাজের মধ্যে থাকবে সততা, নিষ্ঠা ও আন্তরিকতা।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সকালে কুমিরায় স্থায়ী ক্যাম্পাসে শরৎকালীন সেমিস্টার–২০২৫–এর অনার্স প্রোগ্রামের নবাগত ছাত্রদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান। প্রেস বিজ্ঞপ্তি