বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ পাওয়া তিন শিক্ষার্থীর দায়িত্ব নিলেন সাঈদ আল নোমান

| বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ at ৮:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ সেশনে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং সংস্কৃত বিভাগের ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ সেশনে ফসল বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে ভর্তির সুযোগ পাওয়া আর্থিকভাবে অসচ্ছল তিন শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বিএনপি নেতা সাঈদ আল নোমান।

শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার পর খুব টেনশনে ছিলাম কীভাবে ভর্তি হবো। এইদিকে সংস্কৃত বিভাগে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীর বাবা মারা যাওয়াতে এবং ৩০ জুনের মধ্যে ভর্তির টাকা জোগাড় করতে না পারাতে সে ভেঙে পড়েছিলো। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃবৃন্দের মাধ্যমে বিএনপি নেতা সাঈদ আল নোমান জানতে পাড়লে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।
তিনি অভিভাবকের ভূমিকায় আমাদের পাশে থাকবেন বলে জানিয়েছেন।

সাঈদ আল নোমান বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষাব্যবস্থার আমূল রূপান্তরের প্রয়োজনীয়তা অনুভব করে তুলে ধরেছেন একটি অন্তর্ভুক্তিমূলক, মানবিক ও ভবিষ্যত্মুখী শিক্ষার রূপরেখা। একটি জাতির টেকসই অগ্রগতির ভিত্তি হলো মানসম্মত ও সুষম শিক্ষা, যা সমাজের প্রতিটি স্তরের মানুষকে সমানভাবে সক্ষম করে তোলে।

শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত গুণগত মানোন্নয়ন ও সমান সুযোগ নিশ্চিত করা। অর্থ কষ্টে অনেক মেধাবী শিক্ষার্থী পিছিয়ে যাচ্ছে পড়াশোনায়। এটা হতে দেওয়া যাবে না। এ দায়িত্ব আমাদের, আমাদের রাষ্ট্রের, আমাদের সমাজের। তাদের একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তারা তাদের মেধার স্বাক্ষর রেখে এ দেশকে গঠনে ভূমিকা রাখবে।আমি শিক্ষাব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি এবং আগামীতেও যাব।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে ৫ এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড পাহাড়ি গহীন অরণ্য থেকে বৃদ্ধের লাশ উদ্ধার