রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর সভা গতকাল শনিবার চট্টগ্রাম ক্লাবে ক্লাব সভাপতি মো. জামালউদ্দিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অতিথি বক্তা ছিলেন সংসদ সদস্য খাতিজাতুল আনোয়ার সনি।
বক্তব্য রাখেন রোটারিয়ান প্রফেসর ড. সৈয়দা খুরশিদা বেগম,রোটারিয়ান মোহাম্মদ শাহাজাহান, এমদাদুল আজিজ চৌধুরী, শহীদুল ইসলাম চৌধুরী, ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন,এস. এম জমির উদ্দিন, সৈয়দা কামরুন নাহার, মোহাম্মদ সালাহউদ্দিন, মোহাম্মদ বেলাল, ড. আয়েশা আফরিন, ইকরাম পাশা, মিজানুর রহমান আপন, দিদারুল আলম, এস.এম সাজ্জাদ হোসেন, ফরিয়া তাবাস্সুম চৌধুরী, সৈয়দা সেলিনা সরওয়ার, আলাউদ্দিন আলম, শেখ ফরিদ, ফিলিপ গোমেজ, মনসুর মিয়া, নিপা দাশ, রোটার্যাক্ট ফায়জুল, নাঈম হাসান, বাতিন, ইফতি, অর্পন প্রমুখ।
অতিথি বক্তা খাতিজাতুল আনোয়ার সনি এমপি বলেন, বিশ্বজুড়ে মানবতার কল্যাণে রোটারী অনন্য অবদান রেখে চলেছে। সমাজে শিক্ষা, স্যাসিটেশন ,বাসস্থান ও পোলিও নির্মূলে রোটারি ক্লাবসমূহ প্রতিনিয়ত কাজ করছে। তিনি ক্লাবের সেবামূলক কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন। অনুষ্ঠানে ইদিলপুর ইসলামিয়া ছালামিয়া দাখিল মাদ্রাসায় ক্লাব প্রেসিডেন্ট মো. জামালউদ্দিন সিকদার ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।












