ব্রাজিলের পরবর্তী ম্যাচ সুইজারল্যান্ডের সাথে। তবে সে ম্যাচ থেকে ছিটকে গেছেন নেইমার। শুধু তা-ই নয় গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষেও খেলতে পারবেন কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা। সে খেলাটি অনুষ্ঠিত হবে আগামী ২ ডিসেম্বর।
তবে নেইমারের কিছু ঘনিষ্ঠ সূত্রের মতে, বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এমনটাই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। তবে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি ব্রাজিল ফুটবল ফেডারেশন।
সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় দিয়ে হেক্সা মিশন শুরু করেছে ব্রাজিল। সেই ম্যাচেই ৯ বার ফাউল করা হয় নেইমারকে। খেলার পরপরই জানা গিয়েছিল ডান পায়ে গোড়ালির চোটে ভুগছেন তিনি। গোড়ালি মচকে গিয়ে অনেকটাই ফোলা হয়ে গিয়েছিল তখন। ডাক্তাররা ২৪ থেকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখছেন। তখনই বিশ্বকাপের বাকি অংশে তাকে পাওয়াটা অনিশ্চিত হয়ে পড়ে। মার্কা অবশ্য সরাসরিই বলেছে, সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবেন না নেইমার। তার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণের পর ক্যামেরুন ম্যাচ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শেষ ষোলোয় ওঠার ব্যাপারে সমীকরণের জটিলতা না থাকলে নেইমারকে খেলাতে ইচ্ছুক নন ব্রাজিল কোচ তিতে। যদিও নেইমারের ঘনিষ্ঠ কিছু সূত্রের বরাত দিয়ে ব্রাজিল ভক্তদের দুঃসংবাদই দেয় মার্কা। নেইমারের মেডিক্যাল কন্ডিশনের ব্যাপারে গতকালই রিপোর্ট হাতে পাওয়ার কথা ব্রাজিল ফুটবল ফেডারেশনের। রাতের খাবারের সময় পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়ে তা দেখবেন তিনি। দুঃসংবাদ নাকি সুসংবাদ তা সময়ই বলে দিবে।